বেজিং: চারদিনের চিন সফর আজ শুরু করলেন ভারতের সেনা প্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ। সফরে তিনি চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন এবং গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখবেন। দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা গভীরতর করার লক্ষ্যেই সেনা প্রধানের এই সফর।
জেনারেল সুহাগের সঙ্গে গিয়েছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেনা প্রধান পিএলএ ও সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি)-র পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সিএমসি চিনের সামরিক বিভাগের হাই কম্যান্ড। এর প্রধান সেদেশের প্রেসিডেন্ট জি জিনপিং।
ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক ক্ষেত্রে সহযোগিতা ও দুই দেশের বর্তমান পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির সুযোগ তৈরি করবে এই সফর।
এশিয়ার দুই শক্তিধর দেশের ক্রমবদ্ধমান আর্থিক ও সামরিক সম্পর্কের মধ্যেই সেনা প্রধানের এই সফর।
উল্লেখ্য, বর্তমানে ভারত ও চিনের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক বিনিময়ও চলছে।
পুনেতে ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামে ভারত ও চিনের সেনাবাহিনীর যৌথ মহড়া চলছে। আগামী মাসে ভারত সফরে আসছেন পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের কম্যান্ডার জেনারেল ঝাও জোনকি।
চার দিনের চিন সফরে সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ
ABP Ananda, web desk
Updated at:
21 Nov 2016 04:27 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -