কাবুল: সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৩২ জনের, আহত ৩৫। কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, সেখানকার এক মসজিদে সেসময় একটি অনুষ্ঠান চলছিল। ওই সময়ই আত্মঘাতী হামলা চালানো হয়।
কাবুল পুলিশের অপরাধ দমন শাখার প্রধান, ফ্রাইদুন ওবাইদি জানিয়েছেন, হামলায় অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের স্থানীয় ইস্টিকলাল হাসপাতালে পাঠানো হয়েছে। ৩৫ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি।
তবে সাম্প্রতিক অতীতে আফগানিস্তানে সেভাবে কোনও বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। এধরনের হামলায় বেশি ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবছর জুলাইয়ে, সেখানকার এক বিশেষ সম্প্রদায়ের ওপর হামলায় মৃত্যু হয় ৮০ জনের। সেই হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি গোষ্ঠী।
কাবুলে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ২৭, আহত ৩৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2016 04:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -