তৃতীয় বিয়ের ইঙ্গিত দিলেন ইমরান খান
Web Desk, ABP Ananda | 20 Nov 2016 10:50 AM (IST)
ইসলামাবাদ: দু বার বিয়ে টেকেনি। তবে তাতে দমে না গিয়ে তৃতীয়বার বিয়ে করতে চাইছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান। ব্রিটেন সফরে গিয়ে তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, ‘বিয়ের ব্যাপারে আমি কাউকে পরামর্শ দিতে পারি না। কারণ, এক্ষেত্রে আমার ট্র্যাক রেকর্ড ভাল না। হয়তো তৃতীয়বার আমি ভাগ্যবান হব।’ প্রথমে ব্রিটেনের নাগরিক জেমাইমার সঙ্গে বিয়ে হয় ইমরানের। কিন্তু তাঁদের বিচ্ছেদ হয়। এরপর সাংবাদিক রেহাম খানের সঙ্গে বিয়ে হয় ইমরানের। কিন্তু তাঁদেরও বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো নতুন কাউকে দেখা যাবে ইমরানের জীবনে।