নয়াদিল্লি: করোনা আবহে লকডাউনে ছেদ পড়েছে চিরাচিত জীবনের ছন্দে। কেবল অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো কড়া নিষেধ। বন্ধ যে কোনওরকম জমায়েতও।  তাই নিজের জন্মদিন পালন করতে পারেনি এক খুদে আমেরিকান। কিন্তু জন্মদিনে এক অভিনব চমক পেল সেই কিশোর!


বাড়িতে মনমরা হয়ে বসে আছে ছেলে। জন্মদিনে কেউ আসেনি। সেকথা শহরের পুলিশকে ফোন করে জানিয়েছিলেন বাবা। প্রত্যুত্তরে পুলিশের ভূমিকায় অভিভূত কিশোরের পরিবার থেকে শুরু করে গোটা নেটদুনিয়া।

ফোন পেয়ে গোটা আমেরিকান পুলিশের দল গাড়ি নিয়ে চলে আসে কিশোরের বাড়ির সামনে। ফাঁকা রাস্তা ভরে ওঠে পুলিশের গাড়িতে।  তারপর, সবাই একসঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যায় তাকে। অভিনব এই চমকে খুশি বার্থ-ডে বয়ও।

এই ভিডিওটি নিজের ট্যুইটার থেকে শেয়ার করেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। সঙ্গে লেখেন, করোনা আতঙ্কে বাতিল হয়েছে এই কিশোরের জন্মদিনের অনুষ্ঠান। সেই কথা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন বাবা। তারপর দেখুন, কী পদক্ষেপ নিল আমেরিকার পুলিশ প্রশাসন।