জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মানস্টার শহরে কিয়েপেনকার্লের মূর্তির কাছে এই হামলা চালানো হয়। হতা-হতদের অনেকেই সেখানে একটি রেস্তোরাঁর বাইরে বসেছিলেন। প্রচণ্ড গতিতে ছুটে এসে ট্রাকটি তাঁদের পিষে দেয়। লোকজনকে গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছে পুলিশ। যেখানে হামলা হয়েছে, সাধারণ মানুষকে সেই জায়গায় না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। মানস্টারে প্রচুর সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বার্লিনের একটি বাজারে একইভাবে পথচারীদের পিষে দেয় একটি লরি। সেই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছিল। ফ্রান্সের নিস শহরে ২০১৬ সালের ১৪ জুলাই ভীড়ের মধ্যে ট্রাক চালিয়ে ৮৬ জনকে পিষে মারে এক জঙ্গি। গত বছরের অগাস্টে স্পেনের বার্সেলোনায় একইভাবে ট্রাকের ধাক্কায় ১৪ জনকে হত্যা করা হয়। সেই হামলায় অন্তত ১০০ জন জখম হন। আইএসআইএস এই হামলার দায়স্বীকার করে। মানস্টারেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।