পেশওয়ার (পাকিস্তান) : পাকিস্তানের মসজিদে (Pakistan Mosque) ভয়াবহ বোমা বিস্ফোরণ (Bomb Blast)। মৃত অন্ততপক্ষে ৩০ জন। জখম ৫০-এরও বেশি। পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার মসজিদে নমাজ চলাকালীন এই ঘটনা ঘটে। জিও নিউজ সূত্রের খবর।


জিও নিউজ সূত্রের দাবি, এটা একটি আত্মঘাতী হামলা। পেশওয়ারের কোচা রইলদারের কিসা খাওয়ানি বাজারের ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এমনকী তাঁরা নিজেদের মোটর বাইক ও গাড়িতে করেও জখমদের হাসপাতালে পৌঁছে দেন।


বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা ঘিরে দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নমুন সংগ্রহের কাজ শুরু করে দেয়। এমনই খবর জিও নিউজ সূত্রের। এদিকে জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এমনই জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র। 


ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পাশাপাশি জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রশাসনের কাছে রিপোর্ট তলবও করেছেন। পেশওয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানও ঘটনার নিন্দা করেছেন।


প্রসঙ্গত, দিনকয়েক আগে রাশিয়ার (Russia) সেনাবাহিনী (Army) ঠিক যে সময়ে ইউক্রেন (Ukraine) আক্রমণ করেছে, তখন মস্কো (Moscow) সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistani Prime Minister Imran Khan)। তাঁর দফতরের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যায়, ‘কোন সময়ে আমি এখানে এসেছি! কী প্রচণ্ড উত্তেজনা!’ তাঁর সঙ্গে থাকা আধিকারিককে বলতে শোনা যায়, ‘অবশ্যই। এটাই এখানে আসার উপযুক্ত সময়।’ তার আগে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ইমরান খান। নতুন করে নিষেধাজ্ঞা জারি হওয়া এবং মস্কোর সঙ্গে ইসলামাবাদের বোঝাপড়ার উপর তার প্রভাব পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।