আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের সহকারী মুখপাত্র নসরাত রাহিমি বলেছেন, ‘ওই আত্মঘাতী জঙ্গি অ্যাম্বুল্যান্স নিয়ে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যায়। সে প্রথম নিরাপত্তা বেষ্টনীতে বলে, এক রোগীকে নিয়ে জামুরিয়েত হাসপাতালে যাচ্ছে। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকা নিরাপত্তারক্ষীরা তার পরিচয় জানতে পারার পরেই সে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।’
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, প্রায় দু’কিলোমিটার দূরের বাড়িগুলিরও জানলা কেঁপে ওঠে। বিস্ফোরণস্থলের কয়েকশো মিটারের মধ্যে থাকা বাড়িগুলির জানলার কাচ ভেঙে গিয়েছে। আহতদের জামুরিয়েত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অ্যাম্বুল্যান্স পাওয়া যাচ্ছে না। ফলে অনেকেই আহতদের কাঁধে তুলে হাসপাতালের দিকে ছুটছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুরাও আছে। হাসপাতালে আহতদের ভীড় উপচে পড়ায় চিকিৎসা করতে গিয়ে নাকাল হচ্ছেন চিকিৎসক ও কর্মীরা।