ভিয়েনা: প্রিয়তমকে মনের কথা জানাতে অনেকেই অভিনব কাজ করে থাকেন।আর তা যদি বিয়ের  প্রস্তাব হয়, তাহলে তো আর কথাই নেই। আসলে লক্ষ্য থাকে, বিয়ের প্রস্তাবদানের ঘটনা যেন আজীবন স্মৃতিতে তাজা হয়ে থাকে। পুরো বিষয়টিই একেবারই রোমান্টিক। কিন্তু যা একান্তই রোমান্টিক হওয়ার কথা ছিল, তা হয়ে উঠল মারাত্মক। অস্ট্রিয়ার করিন্থিয়ায় এমনই ঘটনা ঘটল। প্রেমিকার প্রস্তাবে সায় দেওয়ার পরই সাড়ে ছয়শো ফুট গভীর খাদে পড়ে গেলেন এক তরুণী।


একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছরের এক যুবক করিনথিয়ায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁর ৩২ বছরের প্রেমিকা। প্রেমিকের প্রস্তাবে স্বীকারের পর পা পিছলে ফালকার্ট পর্বতের খাদে পড়ে যান। গত বছরের ২৭ ডিসেম্বর এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাব স্মরণীয় করে রাখতে তাঁরা পায়ে হেঁটে পাহাড়ে উঠেছিলেন এর একদিন আগে।

তবে সুখবর হল এই যে, কোনওক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। ওই মহিলা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলেও বরফে আটকে যান তিনি। আর প্রিয়তমার প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ওই যুবকও। প্রায় ৫০ ফুট নিচে খাদের কিনারায় আটকে যান। প্রেমিকাকে পিছলে যেতে দেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু তিনিও ভারসাম্য হারিয়ে পড়ে যান।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই মহিলাকে খাদে পড়ার পর একটি হ্রদের ধারে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁর সংজ্ঞা ফিরে আসে। তবে তাঁর আচ্ছন্নভাব ছিল। খাদের ভেতর আটকে থাকা  ওই মহিলার প্রেমিককে হেলিপক্টারের সাহায্যে উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিরদাঁড়ায় চিড় ধরেছে।

এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দু’জনে খুবই সৌভাগ্যবান। বরফ না থাকলে ঘটনা কিন্তু অন্যরকম হতে পারত।

এভাবে ওই যুগল নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন।  কিন্তু প্রস্তাবদানকে স্মরণীয় করে রাখতে যে ঘটনা ঘটল, তার দুঃসহ স্মৃতি নিশ্চিতভাবেই তাঁদের মনে গেঁথে থাকবে, তা বলাই বাহুল্য।