আফগানিস্তান নিয়ে সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন সরতাজ
web desk, ABP Ananda | 16 Nov 2016 03:23 PM (IST)
ইসলামাবাদ: ডিসেম্বরে আফগানিস্তান নিয়ে হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন বলে জানালেন সরতাজ আজিজ। অমৃতসরে ৩ ডিসেম্বর থেকে ওই সম্মেলন বসছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ সংক্রান্ত পরামর্শদাতা সরতাজের আশা, তাঁর সফর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা প্রশমনের 'দারুণ সুযোগ' এনে দেবে। ১০ সেপ্টেম্বরের উরি হামলার পরিপ্রেক্ষিতে এ মাসে পাকিস্তানে যে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল, তা ভারত সহ বেশ কিছু সদস্য দেশ বয়কট করায় সম্মেলনই ভেস্তে গিয়েছে। তারপর সরতাজই প্রথম পাকিস্তানি নেতা যিনি ভারতে আসছেন। তিনি পাক মিডিয়াকে বলেন, ভারত সার্ক সম্মেলন থেকে সরে গিয়ে তা ভেস্তে দিয়েছে। কিন্তু পাকিস্তান সেরকম করবে না। ভারতে হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দেবে। তাঁকে উদ্ধৃত করে পিটিভি বলেছে, উত্তেজনা হ্রাসের ভাল সুযোগ মিলবে এতে। ভারতকে খোঁচা দিয়ে সরতাজ এও বলেন, তিনি নিজে সম্মেলনে হাজির থাকবেন, ভারত সার্ক বৈঠক বয়কট করে যে বিরাট ভুল' করেছে, তার পুনরাবৃত্তি হবে না। তবে ওই সম্মেলনের ফাঁকে বা তারপর ভারতের বৈদেশিক উপদেষ্টার সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যাপারে কিছুই এখনও স্থির হয়নি বলেও জানান তিনি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতার ছলে তিনি মন্তব্য করেন, ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারত, পাকিস্তানের মধ্যে কাশ্মীর বিরোধ সমাধানে হস্তক্ষেপ করে সফল হতে পারেন, তাহলে তাঁর নোবেল পুরস্কার প্রাপ্য হওয়া উচিত।