বেজিং: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি) বা পরমাণু জ্বালানি সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে এখনও অনড় অবস্থান বজায় রেখেছে চিন।


গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির পথ নিয়ে আলোচনা করতে গত ১১ তারিখ ভিয়েনায় বৈঠকে বসেছিল এনএসজি-র বর্তমান সদস্য দেশগুলি।


সেখানে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে চিন। বেজিংয়ের তরফে প্রস্তাব দেওয়া হয়, পরমাণু অস্ত্র-প্রসাররোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি, এমন দেশগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে দু-ধাপ কৌশল অবলম্বন করা হোক।


চিন জানায়, প্রথম ধাপ হবে এমন একটি সমাধানসূত্র বের করা, যা সব নন-এনপিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এর জন্য বিশদে আলোচনার প্রয়োজন।


দ্বিতীয় ধাপ হল, প্রত্যেক আবেদনকারী দেশের ইস্যুকে আলাদা আলাদা করে নিপরেক্ষভাবে খতিয়ে দেখা। যাতে, গোষ্ঠীর মূল ভিত্তি অটূট থাকে।


প্রসঙ্গত, এর আগে দক্ষিণ কোরিয়ার সোলের গোষ্ঠীর প্লেনারিতে চিনের আপত্তির জন্যই এনএসজি সদস্যপদ পায়নি ভারত। অন্য সব দেশ রাজি থাকলেও, ভেটো দিয়ে ভারতের ঢোকা আটকে দেয় চিন।