নয়াদিল্লি: ইচ্ছে হলেই প্লেনে উঠছেন, ঘুরে ফিরে এ শহর ও শহর বেড়িয়ে আসছেন, টিকিট খরচ নেই এক পয়সাও। শিব ঠাকুরের এই আপন দেশে বিচরণের স্বপ্ন কার না দেখতে ভাল লাগে! কিন্তু আমার আপনার কাছে যেটা স্বপ্ন, তাই সত্যি হতে চলেছে পুঁচকে একরত্তি এক শিশুর জীবনে। সেবু প্যাসিফিক এয়ারের দুবাই- ফিলিপিনস উড়ানে সময়ের আগে আচমকা জন্মে যাওয়া ছোট্ট মেয়েটি সারা জীবন বিমানে ফ্রি উড়ানের সুযোগ পাবে।
সংশ্লিষ্ট বিমানসংস্থা জানিয়েছে, তাদের উড়ানে শিশু জন্মের ঘটনা এই প্রথম। পৃথিবাতে পা রাখার উপহার হিসেবে তাকে দশলক্ষ পয়েন্ট উপহার দেবে বিমানের গেট গো রিওয়ার্ডস প্রোগ্রাম। অর্থাৎ সে বিমানে বিনা মূল্যে চড়ার সুযোগ পাবে দশলক্ষ এয়ার মাইল, সারা জীবনের জন্য। তাও একা নয়, পরিবারের সঙ্গে এই সুবিধে ভাগ করেও নিতে পারবে সে।
কী হয়েছিল ওই বাজেট এয়ারলাইন্সের উড়ানে? গোটা ঘটনার ফেসবুকে বর্ণনা দিয়েছেন এক সহযাত্রী। তা আবার অল্প সময়ের মধ্যে ৩,০০০-এরও বেশি শেয়ার হয়েছে। তিনি বলেন, দুবাই থেকে ফিলিপিনসের উড়ানে মাঝ আকাশে আচমকা এক মহিলা যাত্রীর গর্ভ যন্ত্রণা শুরু হয়। মহিলার অক্টোবরে সন্তান জন্মের কথা থাকায় হঠাৎ এই পরিস্থিতিতে ঘাবড়ে যান তাঁর মাও। বিপদ এড়াতে বিমান ঘুরিয়ে জরুরি ভিত্তিতে নামানো হয় হায়দরাবাদে। বিমানের মধ্যে কয়েকজন নার্স থাকায় সমস্যা হয়নি, অল্প সময়ে তৈরি হয়ে যায় মেক শিফট ডেলিভারি রুম। কিছুক্ষণের মধ্যেই সবাই জানতে পারেন বাবা মায়ের সব হিসেব নিকেশ উল্টে দিয়ে পৃথিবীতে পা রেখেছে পুঁচকে এক মেয়ে। বিমানেই অন্য সহযাত্রীদের বাচ্চাদের পোশাকআশাক, তোয়ালে টোয়ালে ধার করে জানলার ধারে মায়ের কোলে দিব্যি জাঁকিয়ে বসে সে। বিমান ন’ঘণ্টা দেরিতে ফিলিপিনস পৌঁছলেও তাতে ভ্রুক্ষেপ করেননি সহযাত্রীরা। মেয়েটির নিরাপদে জন্ম নেওয়াই তাঁদের কাছে সবথেকে বড় প্রাপ্তি।
জন্ম উড়ানে: সারা জীবন ফ্রি বিমান টিকিট এই শিশুর
ABP Ananda, web desk
Updated at:
19 Aug 2016 04:21 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -