মাথায় আটকে ছোট্ট কাপ, দেখুন এরপর কী করল কাঠবেড়ালী
Web Desk, ABP Ananda | 18 Aug 2016 05:05 PM (IST)
নয়াদিল্লি: মাথায় ছোট সাইজের একটি কাপ আটকে গেছিল এক কাঠবেড়ালীর। লাফালাফি, দাপাদাপি করেও মাথা থেকে তা বের করতে পারেনি সে। এরইমধ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন একদল স্বাস্থ্যকর্মী। তারাই এগিয়ে আসে। কাপড় চাপা দিয়ে সেটিকে ধরে কাপটি মাথা থেকে বের করে দেয়। উদ্ধারের পরই বিন্দুমাত্র কৃতজ্ঞতা না জানিয়ে একদৌড়ে জঙ্গলে পালিয়ে যায় সেটি। আমেরিকার ঘটনা। দেখুন মাথায় কাপ আটকে যাওয়ার পর কী করছিল কাঠবেড়ালীটি...