হেলোটেস (মার্কিন যুক্তরাষ্ট্র): সাত মাসের শিশুকে গাড়িতে ফেলে রেখে কর্মস্থলে চলে গেলেন বাবা। তিনি ভুলেই গিয়েছিলেন, গাড়িতে রয়েছে শিশুটি। দুপুরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১০০ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল গরম সহ্য করতে না পেরে মারাই গেল শিশুটি। গাড়িতে ফিরে তাকে মৃত অবস্থায় দেখতে পেলেন বাবা।


 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বহুজাতিক বিপনীতে কাজ করেন অভিযুক্ত ব্যক্তি। তিনি প্রতিদিন কর্মস্থলে যাওয়ার সময় শিশুটিকে একটি ডে কেয়ারে রেখে যান। কিন্তু এদিন ভুলে গিয়েছিলেন। ফলে শিশুটি গাড়িতেই থেকে যায়। গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটিও বন্ধ ছিল। গরমে অসুস্থ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। তার এই পরিণতি দেখে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর বুকে ব্যথা হচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।