নয়াদিল্লি: প্রতিবাদে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান। হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে পাকিস্তান-বিরোধী স্লোগান দিচ্ছে। বাবা জান নামে এক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে সেখানে। তাঁর মুক্তি চাইছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মুজফফরাবাদেও রাস্তায় নেমে ৫০০-বেশি যুবককে পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
তাঁদের দাবি, ওই যুবকরা রাজনৈতিক অধিকার চাইছিল, পাকিস্তান-বিরোধী স্লোগানও দিচ্ছিল। পাকিস্তানে সুন্নি সংখ্যাগরিষ্ঠতা থাকলেও যেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেগুলি শিয়া অধ্যুষিত। অধিকৃত কাশ্মীরের এই অংশের মানুষ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণেরও বিপক্ষে। তাঁদের দাবি, এই করিডরে সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনও ফায়দা হবে না। এর সুযোগ নেবে কিছু মুষ্ঠিমেয় মানুষ।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে অনুষ্ঠিত নির্বাচনে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) (পিএমএল-এন) ব্যাপক রিগিং করে বিপুল ভোটে জিতেছে বলে অভিযোগ তুলেও তুমুল বিক্ষোভ হয়েছে। এমনকী পাকিস্তান থেকে আজাদি-র স্লোগান শোনা গিয়েছে মুজফফরাবাদ, মীরপুর, চিনারি, কোটলিতেও।
ঘটনাচক্রে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গতকালের সর্বদলীয় বৈঠকে পৌরহিত্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে জানিয়ে দিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরও আমাদের। সেইসঙ্গে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়। তবে জম্মু ও কাশ্মীরের মানুষের আস্থা অর্জনও করতে হবে আমাদের। তবে কাশ্মীর উপত্যকায় অশান্তির মূল কারণ পাকিস্তানের মদতে পুষ্ট সন্ত্রাসবাদ। তিনি বলেন, কাশ্মীরে অশান্তির মূলে রয়েছে সন্ত্রাসবাদ। আমাদের প্রতিবেশী দেশই তাতে মদত দিয়ে চলেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাজনৈতিক অধিকার চেয়ে পাকিস্তান-বিরোধী বিক্ষোভে উত্তাল অধিকৃত কাশ্মীর
web desk, ABP Ananda
Updated at:
13 Aug 2016 08:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -