কনাকরি (গিনি): মাটি থেকে ৪২ হাজার ফুট উঁচুতে বিমানের মধ্যে এক শিশুর জন্ম হল। মা ও শিশু সুস্থ রয়েছে। পর্যবেক্ষণের জন্য তাদের একটি হাসপাতালে রাখা হয়েছে।


তুরস্কের বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নাফি ডিয়াবি নামে ২৮ বছর বয়সি ওই মহিলা ২৮ সপ্তাহের গর্ভবতী ছিলেন। তিনি গিনির রাজধানী কনাকরি থেকে বিমান ওঠেন। কিছুক্ষণ পরেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন বিমানের কর্মীরা তাঁর সাহায্যে এগিয়ে আসেন। নিরাপদেই কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। শিশুটির নাম রাখা হয়েছে কাদিজু।

ট্যুইটারে নবজাতকের ছবি দিয়েছে তুরস্কের বিমান সংস্থাটি। জানানো হয়েছে, বুরকিনা ফাসোর রাজধানী উগাদুগুতে বিমান অবতরণের পর মা ও সন্তানকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা ক্লান্ত হলেও, শারীরিক সমস্যা নেই।