বাগদাদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৮
Web Desk, ABP Ananda | 31 Dec 2016 02:55 PM (IST)
বাগদাদ: বছরের শেষ দিনেও বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। আজ ভোরে আল-সিনাক বাজারে জোড়া বিস্ফোরণ হয়। নিহত অন্তত ২৮ জন। আহতের সংখ্যা অন্তত ৫৪। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আল-সিনাক অত্যন্ত ব্যস্ত বাজার। সেখানে গাড়ির যন্ত্রাংশ, খাবার, জামা-কাপড়, কৃষিকাজের জন্য প্রযোজনীয় দ্রব্য এবং বীজ বিক্রি হয়। সেখানেই বিস্ফোরণ হয়েছে। প্রথমে পুলিশ জানায়, রাস্তার পাশে থাকা একটি বোমা ফাটানোর পর জনতার মাঝে মিশে গিয়ে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। পরে অবশ্য জানানো হয়েছে, দু জন আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটিয়েছে। ইরাক সরকারের পক্ষ থেকে সরকারিভাবে এখনও এই বিস্ফোরণের বিষয়ে কিছু বলা হয়নি। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের ধরন দেখে আইএস জঙ্গিদের কাজ বলেই মনে হচ্ছে।