ওয়াশিংটন/মস্কো: কিছুদিন আগেই হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার ৩৫ জন এজেন্টকে বহিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘রাশিয়ার কার্যকলাপের বিষয়ে সব মার্কিন নাগরিকেরই সতর্ক থাকা উচিত। রুশ সরকারকে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ-বিরোধী কাজ এবং আন্তর্জাতিক আচরণবিধি লঙ্ঘন করার জন্যই রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেওয়া থেকে আপাতত বিরত থাকার কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কী করেন, সেদিকে তাঁর নজর থাকবে।
রাশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতিবিদরা আছেন, তাঁদের বহিষ্কার বা কাজকর্মে বাধা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি আরও জানিয়েছেন, ক্রেমলিনে মার্কিন কূটনীতিবিদদের সন্তানদের নববর্ষের পার্টিতে আমন্ত্রণ জানানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিবিদরা দেশে ফিরে পরিবার ও বন্ধুদের সঙ্গে নববর্ষ পালন করবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর অভিযোগ, ৩৫ রুশ এজেন্টকে বহিষ্কার ওবামার, এখনই পাল্টা ব্যবস্থা নিচ্ছেন না পুতিন
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2016 10:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -