বাগদাদ: ইসলামিক স্টেট প্রধান আবু বকর আল-বাগদাদিকে ধরিয়ে দিতে সাহায্য করেছে তারই এক ঘনিষ্ঠ সঙ্গী ইসমাইল আল-এথোয়াই। এমনই দাবি করেছেন ইরাকের গোয়েন্দা বিভাগের দুই আধিকারিক। তাঁরা জানিয়েছেন, ‘কিছুদিন আগে তুরস্কে গ্রেফতার হয় এথোয়াই। তাকে ইরাকের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। সে বাগদাদির বিষয়ে মূল্যবান তথ্য দেয়। তার ফলে বাগদাদির গতিবিধি ও গোপন আস্তানার বিষয়ে ধাঁধার সমাধান হয়। এথোয়াই জানায়, বাগদাদি মাঝেমধ্যেই সবজি ভর্তি মিনিবাসে তার ঘনিষ্ঠদের সঙ্গে রণকৌশল নিয়ে আলোচনা করত। ধরা পড়া এড়াতেই সে এই কৌশল নিত। বাগদাদির বিষয়ে এই গোপন তথ্য পাওয়ার পরেই তাকে ধরা সহজ হয়।’
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসলামিক স্টেটের পরবর্তী প্রধান হয়েছে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর অফিসার আবদুল্লা কারদাশ। সে ২০০৩-০৪ সালে বাগদাদির সঙ্গে একই জেলে ছিল। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার আগে আল-কায়দার ধর্মীয় প্রচারক ছিল কারদাশ। সূত্রের খবর, সে এ বছরের অগাস্টে বাগদাদির কাছ থেকে ইসলামিক স্টেটের দৈনন্দিন কার্যকলাপ বুঝে নেয়। সংগঠনের আরও অনেক কাজকর্মই সে পরিচালনা করতে শুরু করে। সেই কারণেই বাগদাদির মৃত্যু হওয়ার পর তার উত্তরসূরি হল কারদাশ। তার দুই সহকারী হয়েছে আবু মুসলিম আল-তুর্কমানি ও আবু আলি আল-আনোয়ারি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ইসলামিক স্টেট প্রধানকে ধরিয়ে দিতে সাহায্য করেছে ঘনিষ্ঠ সঙ্গী, দাবি ইরাকি গোয়েন্দাদের, উত্তরসূরি সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর অফিসার
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2019 04:38 PM (IST)
ইসলামিক স্টেটে যোগ দেওয়ার আগে আল-কায়দার ধর্মীয় প্রচারক ছিল কারদাশ।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -