মানামা: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে উপসাগরীয় দেশ বাহরিন সফরে নরেন্দ্র মোদী। সেখানে তিনি সম্মানিত হলেন ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ সম্মানে। শনিবার নরেন্দ্র মোদীকে এই বিশেষ সম্মান প্রদান করলেন বাহরিনের ভূপতি হামাদ বিন ইসা বিন সলমন আল খলিফা। তার আগে আবু ধাবি-র রাজা শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান আরাব আমির শাহির সর্বোচ্চ অসমারিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’-এ সম্মানিত করেছেন নরেন্দ্র মোদীকে। ভারত ও সংযুক্ত আরব আমির শাহি, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা স্মরণীয় করে রাখার তাগিদেই মোদীকে এই বিশেষ সম্মানে সম্মানিত করেছেন রাজা জায়েদ আল নাহইয়ান। বাহরিনের ক্ষেত্রেও তাই।





বাহরিনের বিশেষ সম্মানে সম্মানিত হওয়ার পর মোদী বলেন, “রাজার বন্ধুত্বে আমি এবং আমার দেশ সম্মানিত। ১৩০ কোটি ভারতীয়র প্রতিনিধি হিসেবে আমি এই বিরল সম্মান গ্রহণ করছি। এই সম্মান ভারত ও বাহরিনের বন্ধুত্বপূর্ণ সম্মানের প্রতীক।” একই সঙ্গে ভারতের অর্থনৈতিক প্রগতিতে বাহরিনের সাহায্য কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বাহরিনের ভূপতিকে ভারত ভ্রমণের নিমন্ত্রণও দিয়েছেন।


নিজের বক্তব্য পেশ করার সময় বাহরিনের রাজাও মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনকি বাহরিনের উন্নতিতে প্রবাসী ভারতীয়দের অবদানের কথাও এদিন স্বীকার করে নেন তিনি। অন্যদিকে বন্ধুতার হাত আরও প্রশস্ত করে বাহরিনের মানামায় কৃষ্ণ মন্দির সংস্কারের জন্য ৪.২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। রবিবার বাহরিনের ২০০ বছর পুরনো শ্রীনাথ মন্দিরে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই একটি ফলক উন্মোচনের মাধ্যমে মন্দির সংস্কার প্রকল্পের শুভ সূচনা করেন তিনি।





প্রসঙ্গত, বাহরিনের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই প্রবাসী ভারতীয়। বেশিরভাগ মানুষই কেরলের।