গুলশন হামলার তদন্ত রিপোর্ট ২৪ আগস্টের মধ্যে পেশের নির্দেশ আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2016 02:16 PM (IST)
ঢাকা: গত সপ্তাহে ঢাকার গুলশনের ক্যাফেতে নারকীয় জঙ্গি হামলার ঘটনা নিয়ে আগামী ২৪ আগস্টের মধ্যে পুলিশকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। ঢাকা নগর দায়রা আদালতের বিচারক স্নিগ্ধা রাণী চক্রবর্তী পুলিশকে এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই হামলায় ২০ জন পণবন্দি সহ ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন বিদেশী নাগরিকরাও। উল্লেখ্য, সোমবারের মধ্যরাতে গুলশন পুলিশ সন্ত্রাসদমন আইনের আওতায় ছয় জনের নাম করে এবং বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা শুরু করে। পুলিশ জানিয়েছে, দীর্ঘ ১২ ঘন্টার অচলাবস্থার পর পণবন্দিদের উদ্ধারের জন্য সেনা কম্যান্ডোবাহিনী পাঁচ জঙ্গিকে হত্যা করে।নিহত জঙ্গিদের পরিচয় জানা গেছে। মামলায় যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ওই পাঁচ জঙ্গির নামও। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ‘অপারেশন থান্ডারবোল্ট’-এ নিহত পাঁচজন জঙ্গি বলে জানিয়েছেন। গত শুক্রবার জঙ্গিরা ঢাকার কূটনৈতিক এলাকায় একটি জনপ্রিয় ক্যাফেতে হামলা চালায়। এই হামলায় নিহতদের বেশিরভাগই ইতালি, জাপান, ভারত ও মার্কিন নাগরিক। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।