ঢাকা:  ইলিশ বাঁচাতে এবার আরও তৎপর বাংলাদেশ সরকার। জলপথে নজরদারির জন্য মোতায়েন করেছে সেনা। গ্রেফতার ৯০০ মৎস্যজীবী।

মৎস্য দফতরের আধিকারিক জানিয়েছেন, নজরদারির জন্য নদীর ৭,০০০ বর্গ কিলোমিটার জুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দিনে, রাতে ২৪ ঘণ্টাই চলছে টহল। নদীতে যেন কার্ফু চলছে। ইলিশ না ধরার জন্য প্রচারও চালাচ্ছেন তাঁরা।

অক্টোবর মাস থেকেই ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হয়ে যায় পদ্মায়। কারণ এই সময়টা তাদের প্রজনন ঋতু। একটি পূর্ণ বয়স্ক ইলিশ প্রতি বছর প্রজননের সময় প্রায় দুই মিলিয়ন ডিম ছাড়ে। তাই এই সময়টা ইলিশ ধরা রুখতে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ প্রশাসন। উল্লেখ্য, গোটা বিশ্বে প্রতিবছর যত পরিমান ইলিশ ওঠে, তার ৬০ শতাংশ পাওয়া যায় বাংলাদেশে।