ঢাকা:  ঢাকার গুলশনে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগেই বাংলাদেশে ভারতীয় ইসলামি প্রচারক জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। এবার বাংলাদেশে নিষিদ্ধ করা হল জাকিরের পিস মোবাইল ফোন। উল্লেখ্য, গুলশনে হামলায় জড়িত এক জঙ্গি জাকিরের ভাষণে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ।
বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, সরকার জাকির নায়েকের যে কোনও রকম প্রচার বন্ধ করার জন্য সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে। তাই ওই ফোনকে কোনওভাবেই অনুমতি দেওয়া যাবে না। সেদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে।
বেক্সিমো গ্রুপ নায়েকের পিস মোবাইল আমদানি করে। 'ইসলামিক মোবাইল হ্যান্ডসেট' হিসেবে প্রচার করে ওই ফোন বাজারে বিক্রয় করা হয়। এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে জাকিরের পিস টিভিতে দেওয়া বক্তৃতা ইংরেজি, হিন্দি বা উর্দুতে শোনার বিকল্প রয়েছে। রয়েছে ইসসামি ওয়ালপেপার, কোরান এবং প্রার্থনার সময়ের রিমাইন্ডার। ওয়েবসাইটে বেক্সিমোকে বাংলাদেশে এই ফোনের একমাত্র আমদানিকারক বলে উল্লেখ করা হয়েছে।
বিটিআরসি-র এক আধিকারিক জানিয়েছেন, ২০১৪-তে বেক্সিমো ৫০০ মোবাইল ফোন আমদানি করেছিল।এরপর আর আমদানি হয়নি। তবে বেক্সিমো ফোন আমদানির পারমিট রিনিউ-র আবেদন করেছিল।
আইন অনুযায়ী, বাংলাদেশে কোনও মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করার জন্য বিটিআরসি-র অনুমতি প্রয়োজন।