২৪ এপ্রিলের মধ্যে খালেদা জিয়াকে গ্রেফতারের নির্দেশ কুমিল্লা আদালতের
Web Desk, ABP Ananda | 26 Feb 2018 09:33 AM (IST)
ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ২৪ এপ্রিলের মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিল কুমিল্লা আদালত। বিচারপতি জয়নাব বেগম বলেছেন, খালেদার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পুলিশকে সেটা কার্যকর করতে হবে। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দেশজুড়ে হরতালের ডাক দিয়েছিল বিএনপি। সেদিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছোড়েন বিএনপি কর্মীরা। বাসটিতে আগুন ধরে অন্তত আটজনের মৃত্যু হয় এবং ২০ জন জখম হন। এই ঘটনায় খালেদা সহ ৭৭ জনের বিরুদ্ধে খুন ও বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা করা হয়। খুনের মামলায় এ বছরের ২ জানুয়ারি কুমিল্লা আদালত ৬৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে এবং খালেদাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বছরের ৯ অক্টোবর বিস্ফোরক আইনে খালেদা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।