ওয়াশিংটন: গত বছর প্যারিসে জলবায়ু চুক্তিতে স্বাক্ষর না করার জন্য ভারত ও চিনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই চুক্তি অন্যায্য ছিল। যে দেশগুলি এই চুক্তি থেকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হত।


গত বছরের জুনে প্যারিস চুক্তি থেকে সরে আসার কথা ঘোষণা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ কোটি ডলার ক্ষতি হবে, বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন, কয়েকশো তেল, গ্যাস ও কয়লা কারখানা বন্ধ হয়ে যাবে। উৎপাদন শিল্পেও এর প্রভাব পড়বে। তবে ২০০টিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করায়, চুক্তির বিষয়ে ফের আলোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ‘ভারতের মতো বড় দেশগুলির জন্য আমাদের মূল্য দিতে হত। কারণ, এই দেশগুলিকে আমরা উন্নয়নশীল বলে মনে করি। ওই দেশগুলি যদি উন্নয়নশীল হয়, তাহলে আমরা কী? আমাদের কি উন্নতি করার অধিকার নেই? ভারত, চিনকে উন্নয়নশীল দেশ বলা হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি দেশ। তাই আমাদের মূল্য দিতে হবে। এটা কি হতে পারে?’