ঢাকা: প্রবল গরমের হাত থেকে রক্ষা পেতে বৃষ্টি চাইছিলেন সকলে। কিন্তু বর্ষা আসতেই চরম বিপর্যয় নেমে এল বাংলাদেশে (Bangladesh Flood Situation)। ভারী বৃষ্টিতে জলমগ্ন দেশের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জ। বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের নীচে চলে গিয়েছে বিস্তীর্ণ স্থলভূমি। এখনও পর্যন্ত বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছেন ২১ জন। জায়গায় জায়গায় ধস নেমেছে। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার জনের (Bangladesh News)।


বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ


দেশের এই ভয়াবহ ছবি ফেসবুকে তুলে ধরেছেন অভিনেত্রী জয়া এহসান। তিনি লেখেন, 'দেশের একটি অংশের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো এমন বন্যা আগে কখনও হয়নি বাংলাদেশে। সিলেট এবং সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখে শিউরে উঠছি। ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক এলাকায়। ইন্টারনেট তো বটেই, এক জায়গা থেকে অন্যত্র যোগাযোগও বন্ধ।'


বাংলাদেশ সরকারের তরফে জানা গিয়েছে, সিলেট এবং সুনামগঞ্জ গোটা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক হাসপাতালের ভিতরও জল ঢুকে গিয়েছে। ফলে  চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ। জলবন্দি হয়ে এখনও আটকে রয়েছেন বহু মানুষ। পানীয় জলটুকু পাচ্ছেন না তাঁরা। খাবার তো দূরের কথা। তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। সব মিলিয়ে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। 



আরও পড়ুন: North East Floods: একটানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, জায়গায় জায়গায় ধস, অসমে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ-মৃত্যু ত্রিপুরাতেও


একটানা ভারী বৃষ্টিতেওই পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে বাংলাদেশ সরকার জানিয়েছে। শনিবারও সেখানে একনাগাড়ে বৃষ্টি হয়েছে। বিমানবন্দর থেকে রেল স্টেশন, জল ঢুকে গিয়েছে সর্বত্র। তার জেরে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। শনিবার গোটা সিলেটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। ত্রাণ পৌঁছনোর উপায় পর্যন্ত নেই। কারণ দমকল, ত্রাণ সরবরাহ বিভাগ, গুদাম, জরুরি পরিষেবা দফতর, সব জায়গায় জল ঢুকে গিয়েছে। ইন্টারনেট পরিষেবা তো বটেই, মোবাইল পরিষেবাও মিলছে না। শনিবার স্বাস্থ্য দফতরের তরফে সেখানে একটি দল পাঠানো হয়, কিন্তু সিলেটে ঢুকতে না পেরে ফিরে এসেছে তারা। 


সিলেট, সুনামগঞ্জ সবচেয়ে ক্ষতিগ্রস্ত


এর আগে, মে মাসেই সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দেয়। তার পর ফের জলের তলায় চলে যায় বিস্তীর্ণ এলাকা। তার পর ফের বন্যার প্রকোপ সেখানে। সবমিলিয়ে এ বার সেখানে  ৪০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।