নয়াদিল্লি: ভারত সফরে আসছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ৭ অগাস্ট তিনি বৈঠক করবেন এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে। কথা হতে পারে অবৈধ অভিবাসন এবং সন্ত্রাসদমন ইস্যুতে।


স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কোনও বিদেশী প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে চলেছেন অমিত শাহ। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, অগাস্টের প্রথম সপ্তাহেই প্রতিবেশী দেশ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে সামিল হবেন দুই দেশেরই নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে থেকেই অবৈধ অভিবাসন নিয়ে একাধিকবার সরব হয়েছেন অমিত শাহ। এমনকি সপ্তদশ লোকসভা নির্বাচনেও এই ইস্যুকে সামনে রেখেছিলেন মোদি-শাহ জুটি। এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটছেন তাঁরা। অসমের মতো পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জীকরণ করে ‘অবৈধ অভিবাসী’-দের বিতাড়িত করার পরিকল্পনা করছে সরকার। এই পরিস্থিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে অমিত শাহ-র বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্টমহলের।


শাহ এবং খানের বৈঠকে কথা হতে পারে সীমান্ত অঞ্চলে গরু চোরাচালান, অস্ত্র পাচার এবং মৌলবাদের মতো ইস্যুতেও, এমনই জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা।