বেজিং: ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি মাকড়শা বহু মানুষের ত্রাস হয়ে উঠেছে। কারণ, তার অদ্ভুত ছাপ। চিনে দেখতে পাওয়া ওই মাকড়শার পিঠে দেখা যাচ্ছে, মানুষের মুখ সদৃশ একটি ছোপ। সেই ছোপ এক ঝলকে দেখলে মনে হবে যেন একজোড়া চোখ ও একটি মুখ বসানো রয়েছে। শুধু তাই নয়। পিঠে দুদিকে রয়েছে কালো দাগ, যা দেখে মনে চুল বলে ভুল হতেই পারে। এই অদ্ভুত দর্শনের জন্য মাকড়শাটি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।
চিনের একটি সংবাদমাধ্যম নিজেদের টুইটার হ্যান্ডেলে মাকড়শার ভিডিও প্রকাশ করে লিখেছে, তাহলে কি স্পাইডারম্যানকে পাওয়া গেল? ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেখানে হুনান প্রদেশের উয়ানজিয়াং শহরে এই অদ্ভুত-দর্শন অষ্টাপদের দেখা মেলে। এমনকী, চিনের সোশ্যাল মিডিয়াতেও এই ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই, এই নিয়ে অনেকে টুইটারে রসিকতাও শুরু করেছেন। চারদিক থেকে প্রচুর প্রতিক্রিয়া মিলেছে।
ভিডিওতে দেখে নিন ওই মাকড়শাটিকে--