বাংলাদেশে গত ৬ মাসে ৬০০ মহিলাকে ধর্ষণ, অন্যান্য শারীরিক নির্যাতনের শিকার দু হাজারের বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2018 01:14 PM (IST)
ঢাকা: গত ছ মাসে বাংলাদেশে প্রায় ৬০০ মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৯২টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ছ মাসে ৯৮ জন মহিলা এবং নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। তার মধ্যে ২৯ জনকে খুন করা হয়েছে। ৬১ জনের ওপর ধর্ষণের চেষ্টা হয়েছিল। তাঁরা কোনও মতে আক্রমণকারীর হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছে। তবে শুধু ধর্ষণেই মহিলাদের ওপর অত্যাচার থেমে নেই বাংলাদেশে। বাংলাদেশ মহিলা পরিষদ আরও ২ হাজার ৬৩ জন মহিলা এবং শিশুর তথ্য পেশ করেছে, যাঁরা শ্লীলতাহানি, পণের জন্যে স্বামী-শ্বশুরবাড়ির লোকের হাতে অত্যাচারের শিকার হয়েছেন। মোট ১০ জন শিশু ও মহিলার ওপর অ্যাসিড হামলা হয়েছে, ৪৫ জনের ওপর অস্ত্র নিয়ে হামলা হয়েছে। ৭৭ জন মহিলাকে অপহরণ করা হয়েছে, ১৩ জনকে পাচার করা হয়েছে। ওই রিপোর্টেই বলা হয়েছে পণের জন্যে অত্যাচারিত ১১৩ জন মহিলা, খুন করা হয়েছে ৫১ জনকে। বিএমপি এই রিপোর্টটি তৈরি করেছে গত ছ মাসে ১৪টি জনপ্রিয় পত্রিকার প্রকাশিত খবর তথ্য নিয়ে।