ইসলামাবাদ: মুম্বইয়ে মহম্মদ আলি জিন্নার বাসভবন ভেঙে দেওয়ার দাবির মুখে ভারতকে ওই ভবনের গুরুত্ব বিচার করে তার মর্যাদা রক্ষার আবেদন জানাল পাকিস্তানের বিদেশমন্ত্রক।


দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলসে পাকিস্তানের প্রতিষ্ঠাতার জিন্না হাউস নামে পরিচিত বাসভবন ভেঙে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোধা। গত সপ্তাহে মহারাষ্ট্র বিধান পরিষদে তিনি বলেন, জিন্নার বাড়ি থেকেই দেশ ভাঙার চক্রান্ত তৈরি হয়েছিল। দেশবিভাজনের প্রতীক জিন্না হাউস। ওটা ভেঙে ফেলা হোক।
এতে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়ার প্রতিক্রিয়া, জিন্না হাউসের বিষয়ে ভারত সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে। জিন্নার বাসভবনের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ভারত সরকার ওই বাড়ির গুরুত্বের কথা মাথায় রেখে তার মর্যাদা অক্ষুন্ন রাখবে বলে আশা করি।