ঢাকা: জঙ্গি হানার মধ্যেই ফের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর ওপর হামলা। সাতক্ষীরা উপজেলায় ব্রহ্মরাজপুর গ্রামে শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরের ওপর হামলা চালায় ৭-৮ জন মুসলিম মৌলবাদী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই পুরোহিত। এনিয়ে বাংলাদেশে পরপর দু'দিন ২ জন পুরোহিতের ওপর হামলা হল। শুক্রবার ভোরে ঝিনাইদহের রাধামদন গোপাল মঠে খুন হন সেবায়েত শ্যামানন্দ দাস। সকালে ফুল তোলার সময় মোটর বাইক আরোহী তিন মুসলিম জঙ্গি এসে তাঁকে কুপিয়ে খুন করে।