পুলিশ সূত্রে খবর, রাজধানী ঢাকার গুলশন এলাকায় ঐতিহ্যবাহী ‘হলে আর্টিসান বেকারিতে’ আজ রাত ৯.২০ নাগাদ হামলা চালায় অজ্ঞাতপরিচয় ৮-৯ জন বন্দুকবাজ । ঘটনায় ২ পুলিশ কর্মী-সহ ৩ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর।
বিদেশি নাগরিক-সহ অন্তত ২০ জনকে পণবন্দি করা হয়েছে বলেও সূত্রের দাবি। গোটা এলাকা ঘিরে ফেলেছে বাংলাদেশ পুলিশ। উড়িয়ে দেওয়া যাচ্ছে না জঙ্গি হামলার তত্ত্বও।