ঢাকা: বাংলাদেশে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের ‘পিস টিভি’ নিষিদ্ধ হওয়ার পর এবার তাঁর সংস্থার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকটি স্কুলের কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু হল । নামের সঙ্গে ‘পিস’ শব্দটি যুক্ত রয়েছে এমন স্কুলগুলির ভূমিকা নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। মোট কতগুলি স্কুলের বিষয়ে তদন্ত চলছে সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে এক আধিকারিক বলেছেন, সারা দেশে মোট ২৮টি স্কুলের সঙ্গে ‘পিস’ শব্দটি যুক্ত। সেই স্কুলগুলি নিয়েই তদন্ত চলছে।

 

ঢাকার গুলশন এবং কিশোরগঞ্জে জঙ্গি হামলার পরেই জাকিরের ধর্ম প্রচারের অনুষ্ঠান নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। গুলশনে হামলার সঙ্গে যুক্ত এক জঙ্গি জাকিরের অনুষ্ঠান দেখেই হামলা চালানোর প্ররোচনা পেয়েছিল বলে অভিযোগ। সেই কারণেই এবার স্কুলগুলির ভূমিকা নিয়েও তদন্ত শুরু হল। ওই স্কুলগুলির কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। গোয়েন্দা বিভাগকে ঢাকার ২০টি স্কুলের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে সরকার। এই স্কুলগুলির সঙ্গে জাকিরের যোগ থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাঁরা এই স্কুলগুলির কার্যকলাপের বিষয়ে তদন্ত করছেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহবুদুর রহমান জানিয়েছেন, লালমাটিয়ায় একটি ইংরাজি মাধ্যম স্কুলের নাম ‘পিস স্কুল’। অন্য কোনও স্কুলের এই নাম ব্যবহার করার অনুমোদন নেই।