কাঠমান্ডু: নেপালের বিখ্যাত পর্যটনস্থল পোখরা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির মধ্যে সরাসরি বাস পরিষেবা চালু হল। পোখরা থেকে প্রথম যাত্রার উদ্বোধন করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী শক্তি বাহাদুর বাসনেত এবং নেপালে ভারতের রাষ্ট্রদূত রঞ্জিত রায়।


 

২০১৪ সালে নেপাল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটরযান চুক্তি করেন। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে নয়াদিল্লি ও বারাণসী এবং মহেন্দ্রনগর থেকে দিল্লির মধ্যে বাস পরিষেবা চালু হয়। এরপর উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ নিগম পোখরা থেকে নয়াদিল্লি পর্যন্ত নতুন বাস চালু করার প্রস্তাব দেয়। চলতি বছরের মে মাসে উত্তরপ্রদেশ পরিবহণ নিগমের আধিকারিকরা নেপালে গিয়ে বাস চালু করার বিষয়টি চূড়ান্ত করেন।

 

পোখরা থেকে বাস ছাড়বে সোম, বুধ ও শুক্রবার। নয়াদিল্লি থেকে বাস ছাড়বে রবি, বুধ ও শুক্রবার। ৩৫ জন যাত্রীকে নিয়ে যাবে এই বাস। ভাড়া ২,২০০ টাকা।