ঢাকা: এক সপ্তাহেই সিদ্ধান্ত-বদল। ফের সুপ্রিম কোর্টের সামনে সারি পরিহিত গ্রীক দেবীর মূর্তি পুনঃস্থাপন করল বাংলাদেশ সরকার।


মাত্র ৬ মাস আগেই ঢাকায় সুপ্রিম কোর্টের সামনে বসানো হয়েছিল গ্রীক দেবী ‘থেমিস’-এর মূর্তি (যা লেডি জাস্টিস মূর্তি হিসেবেও পরিচিত)।


কিন্তু তাতে প্রবল আপত্তি জানায় মৌলবাদীরা। তাদের দাবি, মূর্তিটি ইসলামবিরোধী। মুসলিম ভাবাবেগে আঘাত করা হয়েছে। তারা মূর্তি সরানোর দাবি তোলে। কট্টরপন্থীদের চাপে পড়ে গত শুক্রবার মূর্তি সরিয়ে দেয় প্রশাসন।


শেখ হাসিনা সরকার এই দাবি মেনে নেওয়ায় পথে নামেন অসংখ্য ধর্মনিরপেক্ষ মানুষ। প্রতিবাদ করে গনজাগরণ মঞ্চ। আদালতের সামনে এসে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা।


ফলে ফের এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত বদলে মূর্তি পুনরায় স্থাপন করা হল শীর্ষ আদালতের চত্বরে, তবে অন্য জায়গায়। আগে মূর্তিটি ছিল মূল ভবনের সামনে। এবার তা সরিয়ে নিয়ে যাওয়া হল অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে। মূর্তির স্থপতি শিল্পী মৃণাল হক। তাঁরই তত্ত্বাবধানে মূর্তিকে পুনরায় বসানো হয়।


প্রসঙ্গত, বাংলাদেশে জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি ধরপাকড় চললেও দ্রুত মাথাচাড়া দিচ্ছে ইসলামি কট্টরপন্থা। শেষ কয়েক বছরে একের পর এক ধর্মনিরপেক্ষ ব্লগার, সংখ্যালঘু নাগরিক ও সমকামী ব্যক্তি কট্টরপন্থীদের হাতে প্রাণ হারিয়েছেন।