জিআই স্বীকৃতি পেল বাংলাদেশের জামদানি
Web Desk, ABP Ananda | 18 Nov 2016 06:32 PM (IST)
ঢাকা: জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) বা ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশের জামদানি শাড়ি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমি জানিয়েছেন, বিশ্বে বাংলাদেশের যে কয়টি পণ্য সুপরিচিত, জামদানি তার মধ্যে অন্যতম। ঐতিহ্যবাহী এই কাপড় এবার জিআই রেজিস্টারড হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে এর নতুন করে চাহিদা বাড়বে। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দেশীয় সম্পদের সঙ্গে পরিচিত হবে গোটা বিশ্ব। জামদানি তৈরির কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজধানী ঢাকাকে। তিনি জানিয়েছেন, শীঘ্রই ইলিশকেও দেওয়া হবে জিআই স্বীকৃতি।