নয়াদিল্লি: আফ্রিকার মোজাম্বিকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৩জনের মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। পশ্চিম মোজাম্বিকের একটি গ্রামে পেট্রোল বোঝাই একটি ট্যাঙ্কার বিস্ফোরণের জেরে ঘটেছে এই দুর্ঘটনা।


সরকারি সংবাদমাধ্যম রেডিও মোজাম্বিক জানিয়েছে, দেশের পশ্চিমে টেটে প্রদেশের একটি গ্রামে স্থানীয় মানুষ ট্যাঙ্কার থেকে পেট্রোল নেওয়ার চেষ্টা করছিলেন। তাতেই কোনওভাবে ট্যাঙ্কারটি ফেটে যায়, নাকি মানুষই তাতে আগুন ধরিয়ে দেন, তা জানা যায়নি। সরকারি হিসেবমত অন্তত ১১০জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ছোট ছেলেমেয়ের সংখ্যা প্রচুর।

আইএমএফের তথ্যমত, মোজাম্বিক বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ১৬ বছর ধরে চলা গৃহযুদ্ধ ১৯৯২-এ শেষ হলেও তখন থেকেই মারাত্মক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানকার মানুষ। কিছুদিন আগে সরকার জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, উল্টোদিকে ডলারের তুলনায় অনেকটাই পড়েছে স্থানীয় মুদ্রা মেটিক্যাল। তা ছাড়া সরকারের সঙ্গে ক্ষমতা ভাগ করে নেওয়ার চেষ্টায় প্রাক্তন বিদ্রোহীরা আবার অস্ত্র ধরার হুমকি দেওয়ায় নতুন করে দেশে রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে। বহু জায়গায় সংঘর্ষও শুরু হয়েছে সরকারপক্ষ ও বিদ্রোহীদের মধ্যে।

টেটে বলে যে প্রদেশে এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, সেই এলাকাও হিংসাদীর্ণ বলে পরিচিত। প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ এ বছরই সীমান্ত টপকে পাশের রাষ্ট্র মালায়ি-তে আশ্রয় নিয়েছেন। গত বছর জানুয়ারিতেও এই টেটে-তে দেশি মদ খেয়ে বিষক্রিয়ার জেরে ৭৫জনের মৃত্যু হয়।