ঢাকা: বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের এক নেতার ছেলেই শুক্রবার রাতে ঢাকার গুলশনে রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। ছবি দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। ওই আওয়ামি লিগ নেতার অবশ্য দাবি, তাঁর দীর্ঘদিন ধরেই ছেলের কোনও খবর পাচ্ছিলেন না। গত ৪ জানুয়ারি তিনি পুলিশের কাছে ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এখন জানতে পেরেছেন, সে-ই গুলশনে হামলা চালিয়েছিল।


 

এই আওয়ামি লিগ নেতার নাম এস এম ইমতিয়াজ খান বাবুল। তিনি আওয়ামি লিগের ঢাকা কমিটির অন্যতম প্রধান নেতা। একইসঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেলও বাবুল। তাঁর ছেলে রোহন ইবনে ইমতিয়াজই নিহত পাঁচ জঙ্গির একজন। সে-ও আওয়ামি লিগের যুব নেতা এবং ক্রীড়া বিষয়ক কমিটির সচিব। এহেন রোহনই নৃশংসভাবে এতজন নিরীহ মানুষকে হত্যা করেছে।

 

আওয়ামি লিগের ঢাকা শহর ইউনিট কমিটির সহ সভাপতি মুকুল চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যম এবং ফেসবুকে প্রকাশিত ছবি দেখে তাঁরা রোহনকে চিহ্নিত করতে পেরেছেন। রোহনের বন্ধুরা ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে তার ছবি আপলোড করেছেন।