ঢাকা: বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের এক নেতার ছেলেই শুক্রবার রাতে ঢাকার গুলশনে রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। ছবি দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। ওই আওয়ামি লিগ নেতার অবশ্য দাবি, তাঁর দীর্ঘদিন ধরেই ছেলের কোনও খবর পাচ্ছিলেন না। গত ৪ জানুয়ারি তিনি পুলিশের কাছে ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এখন জানতে পেরেছেন, সে-ই গুলশনে হামলা চালিয়েছিল।
এই আওয়ামি লিগ নেতার নাম এস এম ইমতিয়াজ খান বাবুল। তিনি আওয়ামি লিগের ঢাকা কমিটির অন্যতম প্রধান নেতা। একইসঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেলও বাবুল। তাঁর ছেলে রোহন ইবনে ইমতিয়াজই নিহত পাঁচ জঙ্গির একজন। সে-ও আওয়ামি লিগের যুব নেতা এবং ক্রীড়া বিষয়ক কমিটির সচিব। এহেন রোহনই নৃশংসভাবে এতজন নিরীহ মানুষকে হত্যা করেছে।
আওয়ামি লিগের ঢাকা শহর ইউনিট কমিটির সহ সভাপতি মুকুল চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যম এবং ফেসবুকে প্রকাশিত ছবি দেখে তাঁরা রোহনকে চিহ্নিত করতে পেরেছেন। রোহনের বন্ধুরা ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে তার ছবি আপলোড করেছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঢাকায় হামলাকারীদের অন্যতম আওয়ামি লিগ নেতার ছেলে?
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2016 03:44 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -