দুবাই: ঢাকা ও বাগদাদ সন্ত্রাসের জের কাটতে না কাটতেই ফের হিংস্রতার ছোবল। সৌদি আরবের জেড্ডায় মার্কিন দূতাবাসের কাছে হামলা চালাল এক আত্মঘাতী জঙ্গি। সোমবার ভোরের এই ঘটনায় ওই জঙ্গির তৎক্ষণাৎ মৃত্যু হলেও আর কারও প্রাণ হারানোর খবর নেই। তবে দূতাবাসের দুই নিরাপত্তা কর্মী এতে জখম হয়েছেন। মনে করা হচ্ছে, ওই আত্মঘাতী বোমারু একটি গাড়িতে মার্কিন দূতাবাসের কাছাকাছি একটি মসজিদ ও হাসপাতালের দিকে এগোচ্ছিল।
মার্কিন দূতাবাস এ নিয়ে এখনও মন্তব্য করেনি। তবে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, জেড্ডার ঘটনা নিয়ে আমেরিকা ওয়াকিবহাল, এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য সৌদি আধিকারিকদের সহযোগিতা করছে তারা।
এর আগে, ২০০৪-এ জেড্ডায় মার্কিন দূতাবাসে আল কায়দা হামলায় ৫জন স্থানীয় দূতাবাস কর্মীর মৃত্যু হয়, মারা পড়ে ৪ জঙ্গি।
সাম্প্রতিককালে আইএস গোষ্ঠীর বেশ কয়েকটি হামলার নিশানা হয়েছে এই সৌদি আরব। গত মাসে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, শেষ দুবছরে সে দেশে ২৬টি জঙ্গি হানা ঘটেছে। তবে সব হানারই শিকার সংখ্যালঘু শিয়া ও নিরাপত্তারক্ষীরা। আইএসে নাম লেখানো স্থানীয় জঙ্গিরা এইসব হামলা চালিয়েছে।
সৌদির জেড্ডায় মার্কিন কূটনৈতিক এলাকায় আত্মঘাতী হানা
ABP Ananda, web desk
Updated at:
04 Jul 2016 03:21 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -