ঢাকা : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) তাণ্ডব বাংলাদেশে (Bangladesh)। গাছ ও ইটের নির্মাণ ভেঙে পড়ে একই পরিবারের তিন সদস্য-সহ মোট সাত জনের মৃত্যু হয়েছে। 


সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি বাংলাদেশে-


বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ল্যান্ডফলের সময় গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে ঢাকা, কুমিল্যার নাগালকোট, ভোলার দৌলতখাঁ, বরগুনা, নড়াইলের লোহাগাড়া, সিরাজগঞ্জে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সামগ্রিক ক্ষয়ক্ষতি কত হয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের তরফে দমকল ও সিভিল ডিফেন্সের একটি মনিটরিং সেল তৈরি করা হয়েছে।


বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সোমবার কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বের সাইক্লোন শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্ততপক্ষে ২৮ হাজার ১৫৫ জন মানুষকে এবং ২ হাজার ৭৩৬টি গরুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধে পর্যন্ত স্থানান্তরের কাজ চলে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে ৫৭৬টি শেল্টার প্রস্তুত রাখা হয়। এমনই খবর ঢাকা ট্রাইবুনের। 


কক্সবাজারের ডেপুটি কমিশনার মামুনুর রশিদ জানান, উপকূলবর্তী এলাকার কাছেপিঠের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তৈরি রাখা হয়েছে। 


দুর্যোগের সময় যে কোনও রকম সাহায্যের জন্য স্থানীয় উন্নয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা কমিশনারের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়। ঢাকা ট্রাইবুনের খবর অনুযায়ী, জরুরি অবস্থার জন্য ১০৪টি মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখা হয়। ৩২৩ টন চাল, ১ হাজার ১৯৮ প্যাকেজ শুকনো খাবার, ৩৫০ কার্টন শুকনো কেক ও ৪০০ কার্টন ডাইজেস্টিভ বিস্কুট মজুত রাখা হয়। 


এদিকে ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। দুর্যোগ কেটেছে এরাজ্যের দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, Sitrang আদতে একটি তাই-নাম। অর্থাৎ এই নামের উৎস তাইল্যান্ড। সি-ত্রাং (Si Trang), এভাবেই সেদেশে উচ্চারিত হয় এটি। সূত্রের খবর, এটি তাইল্যান্ডের কোনও পদবী।


আরও পড়ুন ; সিত্রাং-এর অর্থ কী? কেন এমন নাম ঘূর্ণিঝড়ের? কীভাবে ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম?