আইপিএল জুয়ার ৫০ টাকা নিয়ে মারপিট, বাংলাদেশে নিহত ১
Web Desk, ABP Ananda | 06 May 2017 09:23 PM (IST)
ঢাকা: আইপিএল সংক্রান্ত জুয়ার ৫০ টাকা নিয়ে মারপিটের জেরে বাংলাদেশে মৃত্যু হল এক যুবকের। নিহতের নাম সন্তোষ কুমার (৩৩)। ঘটনাটি লালমনিরহাট জেলার। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আইপিএল-এর একটি ম্যাচের ফল নিয়ে বন্ধুদের সঙ্গে ৫০ টাকা বাজি ধরেন সন্তোষ। তিনিই বাজি জেতেন। কিন্তু বন্ধুরা তাঁকে সেই টাকা দিতে অস্বীকার করেন। বচসা থেকে মারপিট শুরু হয়ে যায়। একজন সন্তোষের অণ্ডকোষে লাথি মারেন। তাঁকে রঙপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় এই যুবকের। বাংলাদেশে জুয়া বেআইনি হলেও, ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সারা দেশেই বাজি ধরা হয়। গত বছর পুলিশের অনুরোধে ১২টি বেটিং সাইট বন্ধ করে দেয় বাংলাদেশের টেলিকমস রেগুলেটরস। তা সত্ত্বেও জুয়া বন্ধ হচ্ছে না। এর জেরেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা।