লন্ডন: এক বৃদ্ধা গাড়ি চালাচ্ছেন আর তাঁর গাড়িকে তাড়া করে চলেছে অন্তত ২০ হাজার মৌমাছি। তাদের লক্ষ্য ওই গাড়িতে আটকে পড়া রানি মৌমাছিকে উদ্ধার করা। অভূতপূর্ব এই ঘটনা দেখা গেল ব্রিটেনে। অন্তত ২৪ ঘণ্টা গাড়ির পিছনে পড়ে থাকল মৌমাছির দল। শেষপর্যন্ত মৌমাছি পালকদের সহায়তায় রক্ষা পেলেন ওই বৃদ্ধা।
ক্যারল হাওয়ার্থ নামে ৬৫ বছর বয়সি ওই মহিলা গাড়ি নিয়ে পেমব্রোকেশায়ার কোস্ট ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই বিপত্তি ঘটে। তাঁর গাড়ির পিছনে মৌমাছির দলকে দেখে ওই জঙ্গলের রেঞ্জার টম মোজেস গাড়ি থামান। তিনিই মৌমাছি পালকদের ডাকেন। তাঁরা এসে মৌমাছির দলকে বাক্সবন্দি করে নিয়ে চলে যান। ক্যারল নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে আসেন।
কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। পরের দিনও গাড়ির পিছনে হাজার হাজার মৌমাছিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যান ক্যারল। তিনি ফের মৌমাছি পালকদের খবর দেন। তাঁরা এসে বিপদের হাত থেকে ওই বৃদ্ধাকে বাঁচান।
ক্যারল বলেছেন, তিনি এর আগে কখনও এই ঘটনা দেখেননি। তাঁর মনে হচ্ছে, রানি মৌমাছি গাড়িতে আটকে পড়ায় তার পিছন পিছন আসছিল অন্য মৌমাছিরা। কিন্তু গাড়ির মধ্যে রানি মৌমাছিকে পাওয়া যায়নি। ফলে আস ঘটনা কী সেটা বোঝা যাচ্ছে না।
মোজেস বলেছেন, মৌচাক কোনওভাবে ক্ষতিগ্রস্ত হলে মৌমাছিরা অন্য জায়গায় গিয়ে চাক তৈরি করে। একটি দলে নতুন রানি মৌমাছি এলে পুরনো রানি সেই দল ছেড়ে চলে যায়। তখন তার সঙ্গে মৌমাছিরাও চলে যায়। এক্ষেত্রেও তেমনই হতে পারে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘রানি’ কে উদ্ধার করতে ২৪ ঘণ্টা গাড়ির পিছনে ধাওয়া মৌমাছিদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2016 04:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -