কলকাতা: লন্ডন ব্রিজ জঙ্গি হামলায় যুক্ত খুরাম শাহজাদ বাটের সঙ্গে টেবিল টেনিস খেলতেন তিনি। সঙ্গত কারণেই নিজের পরিচয় গোপন রাখতে চাওয়া এই যুবক আদতে ব্যারাকপুরের বাসিন্দা, চাকরি করেন লন্ডনের একটি তথ্যপ্রযুক্তি কোম্পানিতে।
লন্ডন ব্রিজে হামলা চালানো তিন জঙ্গির অন্যতম খুরম শাহজাদের পুলিশের গুলিতে মৃত্যু হয়। ওই হামলায় জড়িত অভিযোগে পূর্ব লন্ডনের বার্কিংয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুরের ছেলেটিও ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। তিনি জানিয়েছেন, খুরম শাহজাদের সঙ্গে বারদুয়েক টেবিল টেনিস খেলেছেন তিনি। তিনি জানিয়েছেন, খুরমের বাবা পাকিস্তানি, মা সোমালীয়। স্ত্রী ছাড়াও সংসারে ছিল ৭ বছরের বড় ছেলে ও একটি সদ্যজাত। একটু বেঁটেখাটো খুরমের লম্বা দাড়ি ছিল, মাথায় সব সময় পরত ফেজ। তার ট্রাউজার গোড়ালি ছুঁয়ে যেত। স্থানীয় মানুষ বলতেন, ও খুব ধার্মিক প্রকৃতির।
কীভাবে একজন সাধারণ সংসারী মানুষ এ কাজ করতে পারেন, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তিনি।
বাঙালি এই ভদ্রলোকের স্ত্রী অফিসের কাজে আমেরিকায় গিয়েছেন। তাঁদের অ্যাপার্টমেন্ট ব্লক থেকেই যে লন্ডন সন্ত্রাসে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে তাঁ সম্ভবত কোনও ধারণা নেই। তবে কথা হয়েছে ব্যারাকপুরে বাবা মায়ের সঙ্গে। অন্য বাড়ি পেলেই এই অ্যাপার্টমেন্ট ছাড়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।
লন্ডনে হামলাকারীর সঙ্গে টেবিল টেনিস খেলতেন এই ব্যারাকপুরের ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2017 10:50 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -