নয়াদিল্লি: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস সম্প্রতি ভারত সফরে এসেছিলেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি বহু ছবি ও ভিডিও পোস্ট করেন। ইন্ডিয়া গেটের কাছে একটি অটো রিক্সায় চড়ার ছবিও পোস্ট করেন তিন। যা ভাইরাল হয়। কিন্তু, তাকেও ছাপিয়ে গিয়েছে ভারত সম্পর্কে করা মাইক্রোসফট প্রতিষ্ঠাতার একটি টুইট, যেখানে তিনি এদেশের প্রশংসা করেছেন।


টুইটে বিল গেটস লেখেন, আমি বছরে অন্তত একবার ভারতে আসার চেষ্টা করি। প্রতিবারই নতুন কিছুর মাধ্যমে এখানে আমি অনুপ্রাণিত হই। গেটসের এই টুইট কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে সাড়া জাগায়। টুইটটি ১০ হাজার লাইক ও প্রায় ২,৮০০ রি-টুইট করা হয়েছে।


[embed]https://twitter.com/BillGates/status/858917499286544384[/embed]

[embed]https://twitter.com/BillGates/status/857052367426138112[/embed]

পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও নিজে একটি ব্লগ লেখেন বিল গেটস। সেখানে তিনি মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের প্রশংসা করেন। তিন বছর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে মোদীর দেওয়া বক্তব্যকে উদ্ধৃত করে বিল গেটস লেখেন, এমন বড় সংবেদনশীল ইস্যু নিয়ে প্রকাশ্যে অকপটে কোনও ভারতীয় নেতা বলেছেন, আমি স্মরণ করতে পারছি না।



[embed]https://twitter.com/BillGates/status/856925040641757184[/embed]