ইসলামাবাদ: কাশ্মীর নিয়ে ভারতের দাবি নাকচ নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের। পাক বিদেশমন্ত্রকের বিবৃতিতে প্রকাশ, প্রধানমন্ত্রীর এই পরামর্শদাতা বলেছেন, ভারতের দাবি, মূলত সীমান্তের ওপারের মদতপুষ্ট সন্ত্রাসের জন্যই কাশ্মীরে অশান্তি চলছে। কিন্তু পৃথিবীর কেউ এটা মানে না।
ভারত সফরে এসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোগানের কাশ্মীর সমস্যা সমাধানে বহুপাক্ষিক আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন আজিজ। তাঁর বক্তব্য, তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর ইস্যুর মীমাংসায় সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আলোচনার প্রক্রিয়া জোরদার করার, বহুমুখী পন্থা গ্রহণের যে ডাক দিয়েছেন, তাকে স্বাগত জানানো উচিত।
আজিজ বলেছেন, এই প্রেক্ষাপটে ভারত পাল্টা প্রস্তাব দিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় তৈরি বলে যে ঘোষণা করেছে, তার কোনও অর্থই হয় না কেননা গত দু দশকে কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাব মেনে সমস্যা সমাধানে অর্থবহ, ফলদায়ী আলোচনার যাবতীয় সুযোগ ভেস্তে দিয়েছে ভারতই।
ভারত সরকার অগুনতি কাশ্মীরী প্রতিবাদীকে 'নির্বিচারে হত্যা করেছে', কাশ্মীরে 'নিজেরই বর্বরতাকে ছাপিয়ে গিয়েছে' বলেও মন্তব্য করেন আজিজ।
গত মাসে ইস্তানবুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর ১৩-তম সম্মেলনে 'ভারতের কাশ্মীরের স্বাধীনতার লড়াইকে সন্ত্রাসবাদের সঙ্গে একাসনে বসানোর চেষ্টাকে সোজাসুজি খারিজ করে দিয়েছে' বলেও দাবি করেন তিনি। বলেন, দুনিয়াজুড়ে রাজনৈতিক ভাষ্যকার, নাগরিক সমাজের লোকজনের এটাই মত যে, কাশ্মীরে যে ব্যাপক অভ্যুত্থান ঘটছে, তাতে সামিল নিরস্ত্র কাশ্মীরীদের অধিকাংশই যুবক। এরা সশস্ত্র ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়ছে। এটাই বোঝা যাচ্ছে যে, কাশ্মীর এমন এক জ্বলন্ত সমস্যা, যেদিকে অবিলম্বে নজর দেওয়া উচিত আন্তর্জাতিক মহলের।
কাশ্মীরে অশান্তি সীমান্ত সন্ত্রাসবাদের জন্য, ভারতের দাবি মানে না দুনিয়া, বলল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
02 May 2017 07:57 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -