কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। বৃহস্পতিবার দুপুর নাগাদ আফগানিস্তানের উত্তর দিকের শহর মাজার ই শরিফের (Mazar-e-sharif) একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় একাধিক বাসিন্দা জখম হয়েছেন বলে সূত্রের খবর।


কোথায় বিস্ফোরণ? 
একটি শিয়া মসজিদে (Shiite mosque) বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। বলখ প্রদেশের প্রশাসনের তরফে এই কথা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেনি কোনও সংগঠন। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। জখমও হয়েছেন একাধিক ব্যক্তি। মাজার-ই-শরিফের তালিবান (Taliban) কমান্ডারের মুখপাত্রের তরফে এই নিহত ও আহতের (Injured) সংখ্যা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।   
ওই এলাকা বেশ জনবহুল, একাধিক দোকান-পাট, বাজার রয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।


এর আগেও বিস্ফোরণ:
মাত্র ২ দিন আগে কাবুলের কাছেই হাজারা এলাকায় শিয়া অধ্যুষিত একটি এলাকায় বিস্ফোরণ হয়েছিল। ওই এলাকায় একটি স্কুলের কাছে বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনাতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। IANS-সূত্রে খবর, ওই দিন স্কুলের তিনটি বিস্ফোরণ ঘটেছিল।
আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু। অভিযোগ, বারবার উগ্রপন্থীদের হামলার শিকার হয়ে হয় তাঁদের। এদিনের ঘটনা সেই তালিকাতেই নতুন সংযোজন। 
এর সপ্তাহ দুয়েক আগে কাবুলেও (Kabul) একটি মসজিদে গ্রেনেড (Grenade Attack) হামলা হয়েছিল। ঘন জনবসতি এলাকায় ওই সন্ত্রাসবাদী হামলায় বেশ কয়েকজন জখম হয়েছিল। 


গত আগস্টে আমেরিকা ও ন্যাটোর সৈন্য আফগানিস্তান ছেড়ে যায়। তখনই আফগানিস্তানের মসনদের দখল নেয় তালিবান (Taliban)। দীর্ঘ কুড়ি বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতায় তারা। তারপরেও বারবার সন্ত্রাসবাদী হামলার শিকার হচ্ছে আফগানিস্তান। ইসলামিক স্টেটের মতো জঙ্গিগোষ্ঠীও সক্রিয় এই দেশে। 


আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল