কাঠমান্ডু: নেপালে ভারতের সহায়তায় তৈরি একটি জলবিদ্যুৎ প্রকল্পের দফতরে আজ বোমা বিস্ফোরণ হল। কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্প উদ্বোধন করার কথা। তার আগে বিস্ফোরণে একটি দেওয়ালের সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি সন্ত্রাসবাদী হামলা কি না, সেটা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায়স্বীকার করেনি। এ মাসের ১৭ তারিখ বিরাটনগরে ভারতীয় দূতাবাসের ফিল্ড অফিসের কাছেই প্রেশার কুকার বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দূতাবাসের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর আজ ফের ভারতের প্রকল্পে বিস্ফোরণ ঘটল।


৯০০ মেগাওয়াটের এই জলবিদ্যুৎ প্রকল্পের নাম অরুণ ৩। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিমি দূরে টুমলিঙ্গটারের খাণ্ডবাড়ি-৯-এ এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরির বিষয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর চুক্তি হয়েছিল। নেপাল সফরে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে এই চুক্তি করেন মোদী। রাষ্ট্রায়ত্ত সংস্থা শতলুজ জলবিদ্যুৎ নিগম এই প্রকল্পে সহায়তা করছে। ১১ মে ফের চিন সফরে যাচ্ছেন মোদী। তখনই তাঁর এই প্রকল্পের উদ্বোধন করার কথা। এই জলবিদ্যুৎ প্রকল্প পুরোপুরি চালু হতে অবশ্য ২০২০ সাল হয়ে যাবে বলে জানা গিয়েছে।