লন্ডন: দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণ। পার্সন্স গ্রিন স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের ফলে আগুনে ঝলসে যান কয়েকজন। হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে আরও কয়েকজন জখম হয়েছেন। সব মিলিয়ে ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
ডিস্ট্রিক্ট লাইন টিউবে বিস্ফোরণটি হয়। ট্রেনটিকে পার্সন্স গ্রিন স্টেশনে পৌঁছনোর পর বিস্ফোরণ হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের সন্দেহ কৌটো বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক রাউলি বলেছেন, তাঁদের অনুমান, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমে একটি সুপার মার্কেট ব্যাগে সাদা রঙের কৌটোয় আগুন জ্বলতে দেখা গিয়েছে। ঘটনার তদন্তভার নিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
বিস্ফোরণের পর ঘটনাস্থল গিরে ফেলে সশস্ত্র পুলিশ বাহিনী। আহতদের চিকিত্সায় চিকিত্সকের দল পাঠানো হয় সেখানে। ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাম্বুলেন্সও। শুরু হয় উদ্ধারকাজ। আর্লস কোর্ট এবং উইম্বলডনের মধ্যে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না, খবর পুলিশ সূত্রে।
এই বছর ব্রিটেনে ইতিমধ্যেই চারটি সন্ত্রাসবাদী হামলা হয়ে গিয়েছে। ঘটনায় ৩৬ জনের মৃত্যুও হয়েছে।
লন্ডন মেট্রোয় বিস্ফোরণ, জখম ২২, জঙ্গি নাশকতা, বলছে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2017 01:54 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -