২৬ বছরের স্পিগ্যাল মন্তব্যটি আদপে করেছেন কিনা জানা যায়নি। আমেরিকায় স্ন্যাপচ্যাটের এক প্রাক্তন কর্মী সংস্থার বিরুদ্ধে মামলা করেন। তাতে তিনি দাবি করেন, স্পিগ্যাল নাকি একবার বলেন, তাঁদের অ্যাপ শুধু ধনীদের জন্য, ভারত, স্পেনের মত গরিব দেশের জন্য নয়।
বিষয়টি জানাজানি হতেই টুইটারে ডাক উঠেছে বয়কট স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট, বয়কট স্ন্যাপচ্যাট ও আনইনস্টল স্ন্যাপচ্যাট হ্যাশট্যাগে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
২০১৫-র ১১ সেপ্টেম্বর নাকি স্পিগ্যাল এই মন্তব্যটি করেন। তাঁর বিরুদ্ধে প্রাক্তন কর্মী এই অভিযোগ করেছেন জেনে তিনি বলেছেন, হ্যাঁ, বিষয়টা দেখেছি, ওটা কোনও ব্যাপার না।
যেভাবে স্পেন ও ভারতের কোণে কোণে মোবাইল ফোন ঢুকে পড়েছে, তাতে স্ন্যাপচ্যাটের পক্ষে এই ২ দেশ থেকে মুখ ঘুরিয়ে থাকা ব্যবসায়িক দিক থেকে কতটা বুদ্ধিমানের কাজ হবে জিজ্ঞাসা করলে স্পিগ্যাল নাকি মিটিং ছেড়ে বেরিয়ে যান, রেগেমেগে বলে যান, ভারত-স্পেনের মত গরিব দেশে ব্যবসা করতে আগ্রহ নেই তাঁর।
এর কদিনের মধ্যেই নাকি ওই কর্মীকে ছাড়িয়ে দেয় স্ন্যাপচ্যাট।
স্ন্যাপচ্যাট অবশ্য দাবি করেছে, ওই কর্মী সর্বদা অসুখী, কাজকর্ম পারছিলেন না, তাই তাঁকে ছাড়িয়ে দিতে হয়। মানুষের নজর কাড়ার জন্য সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন।
তবে টুইটার ভরে গিয়েছে স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে মন্তব্যে। দেখুন তেমনই কয়েকটি পোস্ট