ওয়াশিংটন: মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) থাকা মার্কিন নভশ্চরের কাছ থেকে চন্দ্রযান-২ এর খোঁজখবর নিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট।
সম্প্রতি, ওয়াশিংটনে নাসার সদর দফতরে গিয়েছিলেন ব্র্যাড। সেখান থেকেই আইএসএস-এর বর্তমান নিবাসী মার্কিন মহাকাশচারী নিক হেগ-এর সঙ্গে কথা বলেন তিনি।
তখনই, নিককে প্রশ্ন করেন ব্র্যাড, তিনি আইএসএস থেকে চন্দ্রযান-২ এর বিক্রম ল্যান্ডারকে দেখতে পেয়েছেন কি না? জবাবে, নিক জানান, তিনি দেখেননি। বলেন, দুর্ভাগ্যবশত, আমরা ওই ল্যান্ডিংয়ের প্রক্রিয়া দেখতে পাইনি।
প্রসঙ্গত, আইএসএস-এ আরও ২ মার্কিন, ২ রুশ ও এক ইতালীয় মবাকাশচারীর সঙ্গে রয়েছেন নিক। সেখানে নিক তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান। নিক বলেন, পায়ের তলার কড়া ছিল। এখন পায়ের তলে ভর দিয়ে না হাঁটায়, সেই কড়া চলে গিয়েছে। অন্যদিকে, এখন পায়ের বুড়ো আঙুলের ভর দিয়ে হাঁটতে হয়। ফলত, সেখানে কড়া পড়ে গিয়েছে।
নাসার সদর থেকে বড় পর্দায় মহাকাশচারীদের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে ভিডিও কনফারেন্স করেন ব্র্যাড। মূলত, তাঁর অভিনীত আসন্ন ছবি ‘আদ অস্ত্র’-এর প্রচারের অঙ্গ হিসেবে নাসা গিয়েছিলেন এই হলিউড অভিনেতা। ওই ছবিতে এক মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে ব্র্যাডকে।
নাসার মহাকাশচারীর থেকে চন্দ্রযান ২ সম্পর্কে জানতে চাইলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2019 07:30 PM (IST)
নাসার সদর থেকে বড় পর্দায় মহাকাশচারীদের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে ভিডিও কনফারেন্স করেন ব্র্যাড।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -