নয়াদিল্লি ও ওয়াশিংটন: শীঘ্রই তিনি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একইসঙ্গে তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সংঘাতের আবহ অনেকটাই স্থিমিত হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ভারতীয়-মার্কিনদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বলব।
তবে, মার্কিন প্রেসিডেন্ট এটা জানাননি, যে কখন বা কোথায় তিনি ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও, সূত্রের খবর, চলতি মাসের শেষে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।
তবে, তার আগে, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মোদির পাশে দাঁড়িয়ে প্রায় ৫০ হাজার ভারতীয়-মার্কিনিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ট্রাম্প। এই অনুষ্ঠান ঘিরে, ইতিমধ্যেই তুমুল আলোড়ন ও উৎসাহের আমেজ মার্কিন মুলুকে। সেখান থেকে ওহায়ে হয়ে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দেবেন ট্রাম্প। পাশাপাশি, কাশ্মীরের নাম না করে এদিন ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিবেশ অনেকটাই কমেছে।
প্রসঙ্গত, গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে কেন্দ্র জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর শুরু হয়ে যায়। সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বরখাস্ত করে কূটনৈতিক সম্পর্ক কার্যত স্তব্ধ করে ইসলামাবাদ।
একইসঙ্গে, কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে বারবার উপস্থিত করেছে পাকিস্তান। যদিও, ভারত জানিয়ে দেয়, কাশ্মীর হল  ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে অন্য কোনও পক্ষের হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার নেই। এই সত্যটা ইসলাবাদকে স্বীকার করে নেওয়ার পরামর্শও দেয় নয়াদিল্লি।